রাজধানীর মিরপুরের কারখানা ও কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাড়িয়েছে। এ ঘটনায় আরও অনেকেই দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানায় ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফট্যানেন্ট কর্ণের তাজুল ইসলাম। তিনি বলেন, মরদেহগুলো গার্মেন্টসের অংশে পাওয়া গেছে। টিনশেড ছাদ বন্ধ থাকায় গার্মেন্টস থেকে কর্মীরা বের হতে পারেনি। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে নেয়া হচ্ছে। ডিএনএ টেস্ট ছাড়া মরদেহ শনাক্ত সম্ভব নয়। আগুন নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, গার্মেন্টস অংশের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কেমিক্যাল গোডাউনে এখনো নিয়ন্ত্রণে আসেনি। গোডাউনটি এখনও ঝুঁকিপূর্ণ। সেখানে ৬ থেকে ৭ ধরণের রাসায়নিক ছিল। এখন কেমিক্যাল গোডাউনে মরদেহের সন্ধান চালানো হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা সাড়ে...