মিশরের শারম-আল-শেখে গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতোর মধ্যে এক ব্যক্তিগত আলাপ ‘হট মাইকে’ধরা পড়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওতে শোনা যায়, প্রাবোও নিরাপত্তাহীনতার প্রসঙ্গ তুলতে গিয়ে ট্রাম্পকে বলেন, আমি কি এরিকের সঙ্গে দেখা করতে পারি? জবাবে ট্রাম্প বলেন, আমি এরিককে ফোন করতে বলব, ঠিক আছে? সে খুব ভালো ছেলে। আমি তাকে বলব আপনাকে ফোন করতে। এরপর প্রাবোও বলেন, আমরা আরও নিরাপদ জায়গা খুঁজে নেব। জবাবে ট্রাম্প পুনরায় বলেন, আমি এরিককে আপনার সঙ্গে যোগাযোগ করতে বলব। প্রাবোও যোগ করেন, এরিক বা ডন জুনিয়র—যে কেউ।আরও পড়ুনআরও পড়ুনঘর খুঁজতে এসে ইসরাইলের গুলিতে প্রাণ গেল ৫ ফিলিস্তিনির উল্লেখ্য, এরিক ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়র দুজনই ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী সহসভাপতি। যদিও কথোপকথনে...