বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের দীর্ঘদিনের ভোট দেওয়ার সুযোগ না পাওয়ার হতাশা কাটানো এবং নিজস্ব সরকার প্রতিষ্ঠার একমাত্র পথ এ নির্বাচন। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল ৩টার দিকে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে সদর ও রুহিয়া থানা বিএনপির নির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমাদের মানুষ নির্বাচন চায়। তারা ১৫ থেকে ১৬ বছর ভোট দিতে পারেনি। এবার তারা ভোট দিয়ে তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচিত করতে চায়, নিজস্ব সরকার তৈরি করতে চায়। সেই পার্লামেন্ট ও সরকারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আবার সচল হবে এবং একটি সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা সম্ভব হবে। দল ও নেতাকর্মীদের ওপর নির্যাতনের চিত্র...