মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শান্তি চুক্তির আহ্বান’ যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে মন্তব্য করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে ট্রাম্পের এই বক্তব্যকে ভণ্ডামি ছাড়া কিছু বলা যায় না। মঙ্গলবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শান্তি ও সংলাপের যে ইচ্ছা প্রকাশ করেছেন, তা ইরানি জনগণের বিরুদ্ধে ওয়াশিংটনের বৈরী ও অপরাধমূলক আচরণের সঙ্গে সাংঘর্ষিক।’ গত জুনের মাঝামাঝি সময়ে ইসরাইল ইরানে নজিরবিহীন বিমান হামলা চালায়। এতে পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ওই হামলায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হন। আরও পড়ুনআরও পড়ুনহামাস কেন বন্দি ইসরাইলিদের সঙ্গে ভালো আচরণ করেছে, জানালেন সিএনএনের সাংবাদিক ইসরাইলের সঙ্গে টানা ১২ দিনের যুদ্ধে...