অবশেষে আফগানিস্তানের ওপেনিং জুটি ভাঙা গেল। তার আগেই ৯৯ রান করেছে আফগানরা। টাইগারদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেছে হাশমতউল্লাহ শহীদির নেতৃত্বাধীন দলটি। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফাগানিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই খেলায় জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছে আফগানরা। আজ শেষ ম্যাচে টাইগারদের হোয়াইটওয়াশ করার উদ্দেশ্যে ব্যাট করছে তারা। বাংলাদেশ দলের জন্য এই খেলাটি হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ। বাংলাদেশ:মোহাম্মদ নাইম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, নাহিদ রানা, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। আফগানিস্তান:রাহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সাদিকুল্লাহ অটল, ইকরাম আলীখিল, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, এএম গজানফর,...