রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যালের গোডাউন ও পোশাক কারখানায় লাগা আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হচ্ছে, মঙ্গলবার রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিশ্চিত করেছে। এর আগে, মঙ্গলবার বেলা ১১টা ৪০ নাগাদ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক তাজুল ইসলাম বিকেলে এক ব্রিফিংয়ে বলেন, ‘ভবনের গার্মেন্টস অংশে ১৬টি মরদেহ পাওয়া গেছে। অতিরিক্ত বিষাক্ত গ্যাসের কারণে তারা ভবনের নীচে নামতে পারেননি। ছাদের দিকের দরজা তালাবদ্ধ থাকায় উপরেও যেতে পারেননি। দুতলা ও তিনতলায় মারা গেছেন। মরদেহের অবস্থার কারণে ডিএনএ টেস্ট ছাড়া শনাক্ত করা...