‘টিকিট যার ভ্রমণ তার’ নীতি বাস্তবায়ন এবং টিকিট কালোবাজারি রোধকল্পে ২৩টি টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের ঘোষণা অনুযায়ী এসব টাস্কফোর্স ৬ অক্টোবর থেকে বিভিন্ন রুটে অভিযান চালিয়ে ১২ অক্টোবর (রোববার) পর্যন্ত কার্যক্রম পরিচালনা করেছে এবং ওই সাত দিনের মধ্যে মোট ১৭ লাখ ২৬ হাজার টাকা আদায় করেছে। অভিযানকালে বিনা টিকিটে ভ্রমণকারী হিসেবে মোট ৬,২৭৮ জন এবং অন্যের আইডি ব্যবহার করে ক্রয়কৃত টিকিটে ভ্রমণকারী হিসেবে ১,৮৫৩ জন যাত্রী শনাক্ত করা হয়েছে। টাস্কফোর্স সাধারণ টিকিট চেকিংয়ের পাশাপাশি যাত্রীর মুদ্রিত নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর এবং প্রদর্শিত পরিচয়পত্র যাচাই করে চেকিং কার্যক্রম পরিচালনা করেছে। পূর্বাঞ্চলীয় কার্যক্রমে বিনা টিকিটধারী ৩,২৫৭ জন ও অন্যের আইডি ব্যবহারকারি ৯৮৬ জন যাত্রী শনাক্ত করা হয়। তাদের কাছ থেকে নিয়মিত ভাড়া বাবদ ৪,৭১,৬৫০ টাকা এবং জরিমানা বাবদ ২,০৬,৪১৫...