সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৩৩-এ। একই সময়ে নতুন করে ৮৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। মারা যাওয়া তিন জনের মধ্যে একজন শিশু, একজন নারী এবং একজন পুরুষ। তাদের বয়স যথাক্রমে ৭, ৪০ ও ৬০ বছর। এর মধ্যে একজন চিকিৎসাধীন ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে, একজন মুগদা মেডিক্যালে কলেজ হাসপাতালে এবং অন্যজন ডিএনসিসি ডেডিকেটেড কভিড হাসপাতালে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৫৫ হাজার ৪১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ হাজার ৪১৬-তে। সবচেয়ে...