১৪ অক্টোবর ২০২৫, ০৭:২৬ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৭:২৬ পিএম মেয়েদের আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের ব্যাটার সোবহানা মোস্তারি ও বোলার ফাহিমা খাতুনের। অবনতি হয়েছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হকের। মেয়েদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি মঙ্গলবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে লিগ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে ৬০ রানের দারুণ ইনিংস খেলেন সোবহানা। তবে পরের দুই ম্যাচে ভাল করতে পারেননি তিনি। তারপরও ১৫ ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের ৭০তম স্থানে উঠেছেন সোবহানা। বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি জ্যোতি। গত তিন ম্যাচে ৩৬ রান করেছেন তিনি। ৯ ধাপ পিছিয়ে ৩৬তম স্থানে নেমে গেছেন টাইগ্রেস দলনেতা। ব্যাট হাতে ব্যর্থ ফারজানা হকও। শেষ তিন ম্যাচে ৩৩ রান করায় ৭ ধাপ অবনতিতে ৩৯তম...