১৪ অক্টোবর ২০২৫, ০৭:২৬ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৭:৩০ পিএম বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতীয় নির্বাচনের দিনে গণভোট আয়োজনের সুযোগ নেই। যারা জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না, তারাই গণভোটের নামে টালবাহানা করছে। তারা ভোট ছিনতাই ও একদলীয় শাসন কায়েমের ষড়যন্ত্রে লিপ্ত। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে ১১টায় খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার চুকনগর বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, ‘পিআর পদ্ধতি নিয়ে যেসব রাজনৈতিক দল ভিন্নমত পোষণ করছে, তাদের আলোচনার মাধ্যমে ঐকমত্যে আসতে হবে। নির্বাচনের আগে গোলটেবিল বৈঠক ও সংলাপের মধ্য দিয়েই আন্তর্জাতিকভাবে স্বীকৃত পিআর পদ্ধতি বাস্তবায়ন সম্ভব।’ তিনি বলেন, ‘বাংলাদেশে আলোচনার মাধ্যমে বহু অমীমাংসিত বিষয়ে জাতীয় ঐকমত্য গড়ে ওঠার নজির রয়েছে।...