মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার চান্দপুর চা বাগান এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহতরা হলো- একই উপজেলার রামগঙ্গা চা বাগান এলাকার সাজিদ আলীর মেয়ে শামীমা আক্তার (১৩) ও সানিয়া আক্তার (৯) এবং একই এলাকার সেলিম মিয়ার মেয়ে মুসকান আক্তার (১৩)। এরা সম্পর্কে একে অন্যের চাচাতো বোন। স্থানীয়রা জানান, অভিভাবকদের সঙ্গে রামগঙ্গা থেকে চান্দপুর চা বাগানে এক বিয়ে বাড়িতে গিয়েছিল শিশুরা। বিয়ের অনুষ্ঠানের একপর্যায়ে সবার অগোচরে তারা পাশের পুকুরে পড়ে যায়। পরে এক পথচারী সেখান দিয়ে যাওয়ার সময় পুকুরে একটি শিশুর চুল ভেসে থাকতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা...