টাইপরাইটার যুগে সূচনাকিবোর্ডের এই বিন্যাসের ইতিহাস শুরু টাইপরাইটারের যুগে। ১৮৭০-এর দশকে আমেরিকান আবিষ্কারক ক্রিস্টোফার ল্যাথাম শোলস প্রথম টাইপরাইটার তৈরি করেন। তখন কিবোর্ডে অক্ষরগুলো ছিল সরল A, B, C, D ক্রমে। কিন্তু ব্যবহার বাড়ার পর দেখা গেল, দ্রুত টাইপ করার সময় টাইপরাইটারের ধাতব সূঁচগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। সমস্যার মূলে ছিল ঘন ঘন ব্যবহৃত অক্ষরজোড়াযেসব অক্ষর একসঙ্গে বেশি ব্যবহৃত হয় (যেমন: ‘TH’, ‘SH’, ‘ER’), সেগুলো কাছাকাছি থাকায় দ্রুত টাইপ করলে সূঁচগুলো আটকে যেত। ফলে টাইপিং থেমে যেত এবং যন্ত্র বারবার পরিষ্কার করতে হতো। সমাধান: জন্ম নিল QWERTYএই সমস্যার সমাধানেই তৈরি হয় QWERTY বিন্যাস। এর লক্ষ্য ছিল দ্রুত টাইপিংয়ের সময় ঘন ঘন ব্যবহৃত অক্ষরগুলোকে দূরে রাখা, যাতে টাইপরাইটারের সূঁচ জট না পাকায়। বহু পরীক্ষা-নিরীক্ষার পর শোলস ও তার দল এই বিন্যাসকে...