মিশরের শারম আল-শেখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে বিশ্বনেতাদের ভিড়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতি অনেককেই অবাক করেছে। সোমবার লোহিত সাগরের এই রিসোর্ট শহরে মূলত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও উচ্চপদস্থ কর্মকর্তাদেরই আশা করা হচ্ছিল।কিন্তু সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশেই দেখা যায় ফিফা প্রধানকে, যা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দুজনের ধারাবাহিক যৌথ উপস্থিতির সর্বশেষ নজির। ইনফান্তিনো জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে তাকে এই শান্তি সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি বলেন, ‘এই শান্তি প্রক্রিয়া যেন সফল হয় এবং সম্ভাব্য সর্বোত্তম পরিণতি লাভ করে, তা নিশ্চিত করতে ফিফা এখানে সাহায্য করতে, পাশে থাকতে এবং সম্ভাব্য সবকিছু করতে প্রস্তুত। ’ সাম্প্রতিক সময়ে ইসরায়েল-গাজা সংঘাত নিয়ে ফিফা সভাপতির সরব হওয়ার পরই এই আমন্ত্রণ এলো। গত সপ্তাহে তিনি নরওয়ে এবং ইতালিতে ইসরায়েলের দুটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে...