১৪ অক্টোবর ২০২৫, ০৬:৫১ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৬:৫১ পিএম আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে ওয়ানডে সিরিজের শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। তিনি অবশ্য ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ টস হেরে বোলিং করছে। ব্যাটিংয়ে নেমে আফগানদের শুরুটা দুর্দান্ত হয়েছে। এ প্রতিবেদন লেখাপ পর্যন্ত আট ওভারের খেলা শেষ হয়েছে। এর মধ্যে কোন উইকেট না হারিয়ে আগ্রাসী ব্যাটিংয়ে স্কোরকার্ডে ৫২ রান যোগ করে ফেলেছে আফগানরা। রাহমানউল্লাহ গুরবাজ(২৩ বলে ২৭*) ইব্রাহীম জাদরান(২৬ বলে ১৮ রান*) রান তুলছেন সাবলীল গতিতে। আগের দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করা বাংলাদেশ তাদের একাদশে চারটি পরিবর্তন এনেছে। অন্যদিকে আফগানিস্তান তাদের একাদশে এনেছে দুটি পরিবর্তন। সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মোহাম্মদ নাঈম, মেহেদি হাসান...