দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী সংঘাত, ধ্বংস আর মানবিক বিপর্যয়ের পর অবশেষে শান্তির আলো দেখা যাচ্ছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়। যুদ্ধের অবসান ঘটিয়ে এবার সেই বিধ্বস্ত ভূমিকে পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।গতকাল মিসরের লোহিত সাগর উপকূলীয় শহর শারম আল শেখে অনুষ্ঠিত ‘গাজা শান্তি সম্মেলনে’ তিনি বলেন, ‘আজ আমরা এক ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছি। এক ভয়াবহ ও যন্ত্রণাদায়ক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। ইসরায়েলি ও ফিলিস্তিনি— উভয় জনগণের জন্যই এটি আশীর্বাদস্বরূপ।’এই সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে যুক্তরাষ্ট্র ও মিসর। এতে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন ট্রাম্প। তিনি বলেন, এই যুদ্ধের অবসান ঘটাতে যতটা পরিশ্রম ও ধৈর্য লেগেছে, তা তিন হাজার বছরের প্রচেষ্টার সমান। আমি জীবনে অনেক বড় সমস্যা সমাধান করেছি, কিন্তু এই সংঘাতের সমাপ্তি ছিল একেবারে আলাদা ও কঠিন। অবশেষে আমরা শান্তির পথে পৌঁছাতে...