বিষখালি নদীতে রাজাপুর প্রশাসনের অভিযান ১৫টি কারেন্ট জাল জব্দ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। ঝালকাঠি:ঝালকাঠির রাজাপুর উপজেলার বিষখালি নদীর দক্ষিণ সীমান্ত ঘেঁষা বাখেরগঞ্জের নিয়ামতি মোহনায় মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ অভিযানে ডিমওয়ালা ইলিশ রক্ষায় বড় ধরনের সাফল্য অর্জিত হয়েছে।অভিযানে অবাধে কারেন্ট জাল দিয়ে ডিমওয়ালা ইলিশ নিধনের অভিযোগে অন্তত ১৫টি নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয় এবং বিপুল পরিমাণ ইলিশ জব্দ করা হয়েছে।অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। তিনি জানান, ইলিশ প্রজনন মৌসুমে নদীতে অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ সময় দুটি টিমে অভিযান পরিচালনা করা হয়।মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল জানান, প্রজননকালীন সময়ে কেউ যেন ইলিশ ধরতে না পারে, সে জন্য প্রতিদিন ভ্রাম্যমাণ অভিযান চালানো...