স্পোর্টস ডেস্ক: আবুধাবি টি-১০ লিগ ২০২৫ মৌসুমের জন্য বিসি.গেম ইস্পোর্টস-কে তাদের প্রধান অংশীদার হিসেবে ঘোষণা করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে টি-১০ ক্রিকেটের উদ্দীপনা যুক্ত হচ্ছে দ্রুত বিকাশমান বৈশ্বিক ই-স্পোর্টস শিল্পের সঙ্গে। নতুন এই সহযোগিতায় সম্প্রচার, ডিজিটাল এবং মাঠভিত্তিক সব প্ল্যাটফর্মে ব্র্যান্ড দৃশ্যমানতা ও দর্শক সম্পৃক্ততা আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে টুর্নামেন্টে যুক্ত হবে ই-স্পোর্টস অনুপ্রাণিত নানা কার্যক্রম, যা দর্শকদের জন্য আনবে ভিন্নধর্মী অভিজ্ঞতা। আগামী ১৮ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের আবুধাবি টি-১০ লিগ, যেখানে বিশ্বের শীর্ষ ক্রিকেটাররা অংশ নেবেন ১০ ওভারের রোমাঞ্চকর লড়াইয়ে। বিসি.গেম ইস্পোর্টস যুক্ত হওয়ায় লিগটি তরুণ ও প্রযুক্তি-মনস্ক দর্শকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে আয়োজকদের আশা। টি-১০ লিগের এক মুখপাত্র বলেন, “আমরা বিসি.গেম ইস্পোর্টসকে প্রধান অংশীদার হিসেবে পেয়ে আনন্দিত। নবম আসর হবে...