সালমান খান ও সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের সম্পর্কের টানাপোড়েনের খবর অনেক দিন ধরে শোনা যাচ্ছিল। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলিউড এ দুই তারকার মধ্যে একটু সমস্যা হয়। এর বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সালমানের সঙ্গে এই বিবাদের পর অরিজিতের গাওয়া বেশ কয়েকটি গান প্রত্যাহারও করেন নায়ক বলেও খবর শোনা গিয়েছিল। তবে সালমান নিজেই এখন পুরো বিতর্কের বিষয়ে নীরবতা ভেঙে অরিজিৎকে ভালো বন্ধু বলে অভিহিত করেছেন। সম্প্রতি ‘বিগ বস ১৯’র ‘উইকেন্ড কাভার’র সময় সালমান স্পষ্ট করে বলেছিলেন যে, তিনি এবং অরিজিৎ এখন ভালো বন্ধু এবং ‘ব্যাটল অফ সালওয়ান’-এ একসঙ্গে কাজ করছেন। রোববার ‘বিগ বস ১৯’র ‘উইকেন্ড কাভার’ পর্বে সালমান খানের সঙ্গে স্ট্যান্ড-আপ কমেডিয়ান রবি গুপ্তা উপস্থিত হয়েছিলেন। আসার পর রবি সালমানের সঙ্গে রসিকতা করে বলেছিলেন, তিনি আগে তার সঙ্গে দেখা...