জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের বিষয়ে শুনানির দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ২৩ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। ট্রাইব্যুনালে ইনুর আইনজীবী এই মামলায় সর্বমোট ১৭০০ পৃষ্ঠার অভিযোগপত্র পড়তে ও প্রিভিলেজ কমিউনিকেশনের জন্য তিনি ৮ সপ্তাহ সময় আবেদন করেন। পরে ট্রাইব্যুনাল ইনুর আইনজীবীকে তার আসামি হাসানুল হক ইনুর সঙ্গে ৩ দিন ২ ঘণ্টা করে কথা বলার অনুমতি দেন। এরপর অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৩ অক্টোবর দিন ঠিক করেন আদালত। মঙ্গলবার (১৪ অক্টোবর) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য...