ঝালকাঠি জেলার যুব মহিলা লীগ নেত্রী সারমিন মৌসুমি কেকার লাশ উদ্ধার করেছে পুলিশ। কক্ষের মধ্যে পড়ে ছিল ওই নেত্রীর লাশ। আর ওই কক্ষের সামনে রামদা নিয়ে বসে ছিলেন তার স্বামী বরিশাল বিএনপির বহিষ্কৃত নেতা হিরন আহমেদ লিটু। সোমবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে বরিশাল নগরীর সদর রোড টাউন হলের সামনে কেকার শ্বশুরবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। রাত ৯টায় লাশটি উদ্ধার হলেও বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। কেকা নগরীর সদর রোড এলাকার বিএনপির বহিষ্কৃত নেতা হিরন আহমেদ লিটুর স্ত্রী। তিনি ঝালকাঠি জেলার যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। সাবেক এই প্রভাবশালী নেত্রীর রহস্যজনক মৃত্যু নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে নগরীজুড়ে। কোতোয়ালি মডেল থানার এসআই আব্দুল মাজেদ জানান, আমরা সরকারি জরুরি সেবা ৯৯৯ নাম্বারে সংবাদ...