অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখার উদ্যোগে জুলাই সনদের আইনি ভিত্তি, ফ্যাসিবাদের দোসরদের বিচার দৃশ্যমান করা এবং প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ কেন্দ্র ঘোষিত ৬ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন মহানগরী উত্তর সভাপতি অধ্যাপক সাইফুদ্দিন আহমদ খন্দকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। প্রধান অতিথির বক্তব্যে ড. আহমদ আবদুল কাদের বলেন, সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার আগে জুলাই সনদ গণভোটে পাশ করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরদের বিচার করতে হবে। মানববন্ধন পরিচালনা করেন মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন ও মহানগরী উত্তর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে...