দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক ও তাঁর চাচা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক দুটি মামলা করেছে। মঙ্গলবার বিকেলে দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দুপুর ২টার দিকে দুদকের উপসহকারী পরিচালক মো. আলম মিয়া শিবলী সাদিক ও তাঁর চাচা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন। জানা গেছে, সাবেক এমপি শিবলী সাদিকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সাত কোটি ছিয়ানব্বই লাখ তেত্রিশ হাজার ছয়শ তেত্রিশ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। অন্যদিকে তাঁর চাচা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সাত কোটি চৌষট্টি লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শ পঁচিশ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা...