১৪ অক্টোবর ২০২৫, ০৬:৪৭ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৬:৪৭ পিএম মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে ইয়ানূর রহমান(৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার বামন্দী ক্যাম্প পাড়ায় এ ঘটনা ঘটে। ইয়ানুর রহমান কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার চরগোয়াল গ্রামের মো: জিয়াউল হকের ছেলে। তারা বর্তমানে বামন্দি পুলিশ ক্যাম্প পাড়ায় বসবাস করে। ইয়ানুরের মা একটি মাদ্রাসায় রান্নার কাজ করেন। ইয়ানুরের মা আনোয়ারা খাতুন বলেন, ইয়ানুর সহ দুজন পুকুর পাড়ে খেলা করছিল বেশ কিছু সময় পার হলেও সে বাড়ি ফিরে না আসায় তাকে খুঁজতে পুকুর পাড়ে যায় এবং সেখানে ছেলের স্যান্ডেল পড়ে থাকতে দেখে পানিতে খোঁজাখুঁজি করা হয় না পেয়ে পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ইয়ানুরকে উদ্ধার করে।পরে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা...