দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৭ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ৬৩৩ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (গণসংযোগ) আক্তারুল ইসলাম। দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) মামলাটি দায়ের করে। মামলার বিবরণী থেকে জানা যায়, মো. শিবলী সাদিক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত...