পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মধ্যে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে জুলাই মাস থেকেই। এবার সেই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র। অক্টোবরের মাঝামাঝি সময়ে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে এক ইয়টে দুজনকে চুম্বনরত অবস্থায় দেখা যায়। ১২ অক্টোবর সেই ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্ত ও সংবাদমাধ্যমে তোলপাড় শুরু হয়। ‘পিপল’ ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে কেটি পেরির ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে,তাদের মধ্যে খুব সহজ ও স্বাভাবিক এক বন্ধন তৈরি হয়েছে। কেটি তাকে আকর্ষণীয় মনে করেন, আর ট্রুডোও তার প্রতি অত্যন্ত সম্মানজনক আচরণ করছেন। কেটি পেরির সঙ্গে ঘনিষ্ঠ এমন একটি সূত্র পিপল সাময়িকীকে জানিয়েছে, জুলাই মাসে মন্ট্রিয়লে প্রথম দেখা হয়েছিল কেটি-ট্রুডোর। তখন কেটি তার ‘লাইফটাম ট্যুর’-এ ব্যস্ত ছিলেন। সেইসঙ্গে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে সম্পর্ক ভাঙার ধাক্কা সামলে...