মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এখানে অবস্থান করব। প্রয়োজনে এখানে আগামীকাল বুধবার বেলা ১২টা পর্যন্ত আমরা হাইকোর্টের মাজার গেটে থাকবো। এই রাস্তা আমরা ব্লক করে রাখবো। এরপর ১২টার দিকে আমরা শাহবাগ মোড়ে অবস্থান নেবো। সেখানে থেকে পরবর্তী নতুন কর্মসূচি ঘোষণা করব। পাশাপাশি সারা দেশে শ্রেণিকক্ষে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। প্রজ্ঞাপন হওয়ার আগ পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। তিনি বলেন, আজ সারাদিন গোয়েন্দা সংস্থাগুলো ও পুলিশ প্রশাসন আমাদেরকে বারবার অনুরোধ করেছিল, আমরা যাতে এই প্রোগ্রামটা না করি। পরবর্তীতে আমরা বলেছি যে না, আমরা এই প্রোগ্রামটা করব। তখন তারা বলছিলেন যে আমাদের একটু সময় দিন, দেখি আমরা কিছু...