দেড় বছর আগে চিত্রনায়িকা মাহিয়া মাহি জানিয়েছিলেন, রাজনীতিবিদ স্বামী রাকিব সরকারের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে। এরপর থেকে দুজনকে একসঙ্গে কোথাও দেখা যায়নি। মাহি ব্যস্ত ছিলেন নিজের কাজের মধ্যে, আর রাকিবও ছিলেন নিজের মতো করে। মাহি ফেসবুকে পোস্ট করেছেন দুটি স্থিরচিত্র, যেখানে তাঁকে দেখা যাচ্ছে রাকিব ও ছেলে ফারিশের সঙ্গে। ক্যাপশনে দিয়েছেন ভালোবাসার ইমোজি এবং লিখেছেন, ‘মাশাআল্লাহ’। আর ঠিক এক ঘণ্টা আগে একই ছবি পোস্ট করেছেন রাকিব সরকারও। তাঁর ক্যাপশনে লেখা, ‘সোয়াইব, সাইয়ারা, ফারিশ ও আমরা একফ্রেমে’। পোস্ট করা একই ছবি দেখে নেটিজেনদের মধ্যে জেগেছে নতুন প্রশ্ন—তাহলে কি আবার জোড়া লাগছে মাহি-রাকিবের সংসার? ভক্তরা ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘সব আগের মতো হোক, আল্লাহ আপনাদের সুখে রাখুন।’ তবে মাহি-রাকিব দুজনই এ বিষয়ে এখনও মন্তব্য করেননি। নেটিজেনরা শুধু অপেক্ষা করছেন পরবর্তী পদক্ষেপের জন্য।...