রাজবাড়ী শহরের শ্রীপুরে মাইক্রোবাসচাপায় আব্দুল হান্নান (৫৬) নামে এক দলিল লেখক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর সাড় ১২টার দিকে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হান্নান রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামের হারুল মাস্টারের ছেলে। তিনি পাংশা সাব রেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসেবে কাজ করতেন। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অফিসিয়াল কাজে রাজবাড়ী জেলা সাব-রেজিস্টি অফিসে যান। কাজ শেষ করে পাংশা উদ্দেশ্যে রওনা দেন। প্রায় ৫০ মিটার এগুনোর পর গোয়ালন্দ-মোড় গামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের নার্সিং ইনচার্জ রওশন আরা বলেন, আবদুল হান্নান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন।...