৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচ খেলেছিলেন হামজারা। চার দিন পর অ্যাওয়ে ম্যাচে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে তারা। বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন এনেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। হোম ম্যাচে আমেরিকান প্রবাসী ফুটবলার জায়ান আহমেদকে প্রথম একাদশে না রাখায় তুমুল সমালোচনা হয়েছিল। জায়ানের পারফরম্যান্স দেখে অ্যাওয়ে ম্যাচে শুরুর একাদশে রাখতে বাধ্য হয়েছেন কোচ হ্যাভিয়ের। গত ম্যাচে সবচেয়ে বেশি ভুল করেছিলেন সাদ উদ্দিন। জায়ানকে নিলেও কোচ তার 'প্রিয়' সাদ উদ্দিনকেও একাদশে রেখেছেন। সাদকে রাখলেও তার ভাই তাজ উদ্দিন আজ একাদশে নেই। আগের ম্যাচে তপু বর্মণ ইনজুরির জন্য দ্বিতীয়ার্ধে খেলেছিলেন। আজ তপু তার জায়গা ফিরে পেয়েছেন পাশাাপশি অধিনায়কের আর্মব্যান্ডও। তপু আসার পরও জুনিয়র তপুকেও (শাকিল আহাদ) রেখেছেন কোচ হ্যাভিয়ের। তারিক কাজীও আছেন একাদশে। গত ম্যাচে একাদশে খেলা মো....