কর্পোরেট ডেস্ক: লায়ন্স ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক প্রেসিডেন্ট অরবিন্দ পাল সিং স্যারের আহবান ‘Lead to Serve, Serve to Lead” এবং লায়ন্স জেলা ৩১৫এ১র জেলা গভর্নর একেএম গোলাম ফারুক স্যারের আহবান “দৃষ্টি থেকে দৃষ্টিভঙ্গি”। বিশ্ব লায়ন্স দিবস ও অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে প্রতি বছরের ন্যায় ১লা অক্টোবর, ২০২৫ এক বণার্ঢ্য র্যালীর মাধ্যমে আন্তর্জাতিক ডিরেক্টর নাজমুল হক (২০২৫-২৭), গ্লোবাল অ্যাকশন টিম CA6 লিডার কাজী সাইফুল, মাল্টিপল জেলা ৩১৫’র কাউন্সিল চেয়ারপার্সন আশরাফ হোসেন হীরা (২০২৫-২৬), জেলা ৩১৫এ১ ‘র গভর্নর (২০২৫-২৬), ভাইস জেলা গভর্নরসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দদের উপস্থিতিতে সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন। সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অফ ঢাকা ফেস ও ঢাকা প্রোটেস্টিং ভয়েজ ৯টি বৈশ্বিক কারণ নিয়ে সপ্তাহব্যাপী ঢাকার বিভিন্নস্থানে বিভিন্ন কর্মসূচি পালন করে। রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদের খাদ্য, অন্ধদের হাতে সাদা ছড়ি, ফ্রি...