ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেয়ার পর এই প্রথম পরাজয়ের স্বাদ নিলেন কার্লো আনচেলত্তি। টোকিওয় জাপানের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থাকার পরও ব্রাজিলকে হারতে হলো ৩-২ গোলের ব্যবধানে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল ব্রাজিল; কিন্তু দ্বিতীয়ার্ধে স্বাগতিক জাপান তিন গোল দেয় সেলেসাওদের জালে। শেষ মুহূর্তে তুমুল চেষ্টার পরও আর কোনো গোল বের করতে পারেনি ব্রাজিলিয়ানরা। যার ফলে ৩-২ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হলো ভিনিসিয়ুস জুনিয়রদের। গত সপ্তাহে সিউলে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। টোকিওয় জাপানকেও বড় ব্যবধানে হারাবে সেলেসাওরা, এমনটাই ছিল ধারণা। ম্যাচ শুরুর পর ব্রাজিলও প্রত্যাশা অনুযায়ী শুরু করেছিল। যদিও এই ম্যাচে বেশ কিছু পরিবর্তন আনেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। গোলরক্ষক বেনতো, ডিফেন্ডার এডার মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালেস, ডগলাস সান্তোস, মিডফিল্ডার হোয়াও গোমেজকে বসিয়ে রাখেন। তবুও ম্যাচের প্রথমার্ধ ছিল পুরোপুরি...