গাজীপুরের কাপাসিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমল সরকারের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে স্থানীয় উত্তেজিত জনতা। গাজীপুরের কাপাসিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমল সরকারের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে স্থানীয় উত্তেজিত জনতা। সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বারিষাব ইউনিয়নের নয়ানগর গ্রামে মেসার্স জমজম ট্রেডার্স (মিনি পেট্রোল পাম্প) এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ, এ ঘটনায় রাতেই মামলা রুজু হয়েছে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোহাম্মদ আব্দুর রব জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর তত্ত্বাবধানে কাপাসিয়ায় বিভিন্ন পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছিল। অভিযানের সময় মেসার্স জমজম ট্রেডার্স পাম্পে অনিয়ম ধরা পড়লে আদালত ৫০ লিটার পেট্রোল জব্দ করে এবং মালিককে ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেয়। এ সময়...