ঢাকা:সরকার আসবাবপত্র শিল্পের বিকাশ এবং রপ্তানি বাজার সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দীন। তিনি বলেন, দেশের আসবাবপত্র শিল্পের বিশাল সম্ভাবনা রয়েছে।এ শিল্পের উন্নয়নে বিনিয়োগ আরও বাড়াতে হবে। এ সময় তিনি দেশের সম্পদ ও সুযোগকে সঠিকভাবে কাজে লাগিয়ে দ্রুততম সময়ে বৈশ্বিক আসবাবপত্রের বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। মঙ্গলবার (১৪ অক্টোবর) ২০তম জাতীয় ফার্নিচার মেলা ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, বিগত সরকারের অর্থনৈতিক বুদ বুদ তৈরি করেছিল। যা কর্মসংস্থান না করলেও ব্যাংকের ব্রাঞ্চসহ কিছু অফিস বেড়েছিল। সঙ্গত কারণেই বর্তমান সরকারকে অর্থনীতিতে সংকোচনমূলক নীতি গ্রহণ হয়েছিল। নয়তো অর্থনীতি ঘুরে দাঁড়াতো না। ফার্নিচারের ফাংশনাল ও এসথেটিক এট্রিবিউট হচ্ছে না জানিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় উদ্ভাবন হচ্ছে না। নীতিগতভাবে সরকার...