নিজস্ব প্রতিবেদকঃস্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) — দেশের অন্যতম প্রভাবশালী ও কর্মবহুল এই প্রতিষ্ঠানটি গঠনের পর থেকে আজ পর্যন্ত অতিক্রান্ত হয়েছে দীর্ঘ চার দশকেরও বেশি সময়। এই সময়ে দায়িত্ব পালন করেছেন ১৮ জন প্রধান প্রকৌশলী। কিন্তু বিস্ময়কর হলেও সত্য, প্রতিষ্ঠাতা প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক ছাড়া আর কেউই পাননি বিদায়ী সংবর্ধনার সৌভাগ্য। ১৯৮০ সালের ১৬ জুলাই পল্লী পূর্ত কর্মসূচির প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পান প্রয়াত কামরুল ইসলাম সিদ্দিক। পরবর্তীতে ১৯৮৪ সালের ১ জানুয়ারি দফতরের নাম পরিবর্তন করে রাখা হয় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইবি), আর ১৯৯২ সালের ৩১ আগস্ট নাম হয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ১৯৯৯ সালের ১৬ মে পর্যন্ত টানা ১৮ বছর ১০ মাস এলজিইডির প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এই দীর্ঘ সময়ে তিনি এলজিইডিকে এক...