টাঙ্গাইলের সখীপুরে এক মাদরাসার শিক্ষার্থীকে (১০) ধর্ষণের অভিযোগ উঠেছে শ্রমিক দল নেতা ফজলু মিয়ার (৪০) বিরুদ্ধে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেছেন। অভিযুক্ত ফজলু মিয়া উপজেলার প্রতিমা বংকী তালুকদারপাড়া এলাকার বাসিন্দা। তিনি উপেজলার দাড়িযয়াপুর ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক। মামলা সূত্রে জানা যায়, শ্রমিক নেতা ফজলু মিয়া সম্পর্কে ওই ছাত্রীর চাচাতো মামা। মঙ্গলবার ভোরে ফজলু ওই ছাত্রীকে মাদরাসায় পৌঁছে দেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যান। পথে ফুসলিয়ে একটি বনের ভেতর নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন ফজলু। পরে ওই ছাত্রী মাদরাসায় গিয়ে অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় মাদরাসার কর্তৃপক্ষ শিশুটির পরিবারকে ডেকে আনলে ওই ছাত্রী সবার সামনে ঘটনার বর্ণনা দেয়। মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা জুবায়ের বলেন, আমাদের সামনেই ওই শিক্ষার্থী নিজের মুখে শারীরিক...