অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল ও আশপাশের হাসপাতালগুলোতে নিখোঁজ স্বজনদের খুঁজে ফিরছেন অসংখ্য মানুষ। অনেকে প্রিয়জনের ছবি হাতে ধরে কান্নায় ভেঙে পড়ছেন। পোশাক কারখানার ভেতরে কাজ করা অনেক শ্রমিকের এখনো কোনো খোঁজ মেলেনি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিয়ালবাড়ির একটি পোশাক কারখানা ও পাশের কসমিক ফার্মা নামের কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন অন্তত ৮ জন, যাদের চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তাদের স্বজনরা। ১৪ বছর বয়সী ভাগনি মাহিরার খোঁজে ঘটনাস্থলে ছোটাছুটি করছিলেন মো. শফিকুল ইসলাম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার ভাগনি মাহিরা ওই কারখানার তিন তলায় কাজ করতো। আগুন লাগার পর থেকেই খুঁজছি। কোনো হাসপাতালেও পাইনি। ফায়ার সার্ভিস বলেছে ধৈর্য ধরতে।’ একইভাবে নিখোঁজ নারগিস আক্তারের বড় বোন লাইজু বেগম জানান, সকাল পৌনে...