আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের মনোনয়ন না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আব্দুল মোমেন। তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো যদি দুর্নীতির বিষয়ে সচেতন না হয়, তাহলে দুর্নীতি প্রতিরোধ কঠিন হয়ে পড়ে।’ মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে ‘দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালাটি আয়োজন করে রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র্যাক)। ড. মোমেন বলেন, ‘রাজনৈতিক দলগুলো দুর্নীতিগ্রস্তদের মনোনয়ন দেওয়া বন্ধ করলে দুর্নীতি অনেকটাই কমে আসবে। নেতৃত্বে সৎ মানুষ দরকার, যাদের মধ্যে দৃশ্যমান সততা থাকবে। আমরা চাই, আগামী নির্বাচনে এমন প্রার্থী আসুক যারা স্বচ্ছ ও সৎ।’ তিনি আরও বলেন, মনোনয়ন বাণিজ্য ও স্বচ্ছতার অভাব দুর্নীতিকে উৎসাহ দেয়। মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা গেলে দুর্নীতির প্রসার রোধ...