ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতা ও আন্দোলনকারী শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগে একাডেমিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বিরত রাখা ছয় শিক্ষককে পুনরায় সক্রিয় করার প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ২টার দিকে সামাজিক বিজ্ঞান ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের (ভিসি) কার্যালয়ের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‘স্বৈরাচারের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘জামাল কদু ঘোরে ফেরে, প্রশাসন কী করে’ ইত্যাদি নানা স্লোগান দেন। বিক্ষোভে শিক্ষার্থীরা অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের হুমকি ও দমনমূলক আচরণের জন্য অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি প্রাথমিক তদন্ত কমিটি (ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি) গঠন করেছিল। ওই কমিটির সুপারিশে ছয়জন শিক্ষককে সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়। তবে এক বছর পেরিয়ে গেলেও তদন্তের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে অভিযোগ...