ফ্রান্স সংবাদদাতা : শিল্প, সাহিত্য ও সংস্কৃতির তীর্থভূমি ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হলো বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক উদীয়মান ফরাসী রাজনীতিবিদ ও সমাজকর্মী খিয়াং নয়ন রচিত দ্বিভাষিক গ্রন্থ “আশা এবং আমার সংগ্রাম — Espoir et mon Combat” এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান। অভিবাসী বিষয়ক সামাজিক সংগঠন সলিডারিতে আজি ফ্রান্স (SAF)-এর উদ্যোগে সোমবার সন্ধ্যায় প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বর সংলগ্ন ‘বুজ দ্য থ্যাবাই’ হলে অনুষ্ঠিত হয় এই আয়োজন। আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও আলোচক ছিলেন— ফ্রান্সের জাতীয় সংসদের সদস্য বেরনজে সেরনো, প্যারিস ১৮-এর ডেপুটি মেয়র আনজুমান সিসিকো, ফরাসি সামাজিক এসোসিয়েশন সিমাদ ইল দ্য ফ্রঁসের সেক্রেটারি মারি ফ্রঁস, ফেদেরল গ্লোবাল কোম্পানির অবসরপ্রাপ্ত কারিগরি সহকারী মনিক ভেরে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান, ফরাসি অভিবাসন ও একীকরণ দপ্তর (অফি)'র অডিট অফিসার লিন্ডা মেরী সরকার, কবি ও...