করোনার লকডাউনের সময় উদ্ভাবক ঝাও জিয়ানবো এই ধারণায় অনুপ্রাণিত হন। বেইজিং ফিল্ম একাডেমির ছাত্র ঝাও ভিডিও কলে ঘনিষ্ঠতার অভাব নিয়ে তার স্নাতকের প্রজেক্ট করেছিলেন। পরে তিনি প্রতিষ্ঠান সিওয়েইফুশে শুরু করেন। ২২ জানুয়ারি বাজারে আসার পর দুই সপ্তাহের মধ্যে...