সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার জাদুকাটা নদী থেকে বয়ে আসা শান্তিপুর পাটলাই নদীতে দীর্ঘদিন ধরে কিছু অসাধু সিন্ডিকেট রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে। এতে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হয়ে ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে। বিশেষ করে আমতৈল, শান্তিপুর ও আশপাশের কয়েকটি গ্রাম নদীভাঙনের কারণে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। প্রতিনিয়ত ভাঙনের ফলে মানুষের বসতভিটা, ফসলি জমি ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এসব অসাধু বালু ব্যবসায়ী সিন্ডিকেট প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে নদী থেকে ট্রলারের মাধ্যমে বালু উত্তোলন করছে, যার ফলে নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবং ভাঙনের গতি ভয়াবহভাবে বাড়ছে। এমন পরিস্থিতিতে সুনামগঞ্জ জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়ার নির্দেশে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক-এর আর্থিক সহযোগিতায় ও প্রশাসনের তত্ত্বাবধানে নদীভাঙন...