অ্যাওয়ে ম্যাচে হংকংয়ের বিপক্ষে ভালো শুরু করেছিল বাংলাদেশ। তবে বিরতির ঠিক ১০ মিনিট আগে পেনাল্টিতে গোল হজম করে পিছিয়ে পড়েছে জামাল ভূঁইয়ার দল। পরে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। হাভিয়ের ক্যাবরেরা এদিন শুরুর একাদশে নামান গত ম্যাচে অভিষেক হওয়া জায়ান আহমেদকে, ছিলেন মিডফিল্ডার সামিত সোমও। ১১ মিনিটে ভালো আক্রমণ করেছিল হংকং, তবে তপু বর্মণের দৃঢ়তায় এ যাত্রায় বেঁচে যায় বাংলাদেশ। ১৪ মিনিটে হংকংয়ের ভালো একটি কাউন্টার অ্যাটাক অফসাইডে থেমে যায়। ২০ মিনিটে ডি বক্সের খানিকটা আগে ফ্রি কিক পায় হংকং। শটের পর লিওন জোনসের হেড ঠেকিয়ে দেন মিতুল মারমা। পরের মিনিটে ডি বক্সের ঠিক বাইরে ফ্রি কিক পায় বাংলাদেশ, তবে হামজা চৌধুরীর বুলেটগতির শট কাজে লাগেনি। সময় পেরোতে আরও আক্রমণাত্মক হয়ে উঠে হংকং চায়না। ২৭ মিনিটে ফ্রি...