বিশ্ব নেতারা যখন মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনের জন্য জড়ো হয়েছিলেন, তখন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তার ধূমপান বিরোধী প্রচারণার একটি নতুন উদ্দেশ্য খুঁজে পান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ধুমপান ছাড়ানোর চেষ্টার মাধ্যমে। গাজা শান্তি সম্মেলনের সময়, মিশরে অনুষ্ঠিত একটি অনানুষ্ঠানিক আলাপে, এরদোয়ান মেলোনিকে বলেন, তিনি তাকে ধূমপান ছাড়াতে চান।। ইহলাস নিউজ এজেন্সির একটি ভিডিও ফুটেজে এরদোয়ান মেলোনিকে বলতে দেখা যায়, “আমি আপনাকে বিমান থেকে নামতে দেখেছি। আপনাকে দারুণ লাগছিল। কিন্তু আমি আপনাকে ধূমপান ছাড়ানোর চেষ্টা করব।” ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এসময় তাদের পাশে দাঁড়িয়ে ছিলেন। তখন তিনি হেসে বলেন, “এটা অসম্ভব!” ধূমপান ছেড়ে দিলে মেলোনি কম সামাজিক হয়ে পড়তে পারেন উল্লেখ করে তিনি আরও বলেন, “আমি জানি, আমি জানি। আমি কাউকে ক্ষতি করতে চাই না।” ইতালির প্রেসিডেন্ট জর্জিয়া মেলোনি, তার...