ঢাকা কলেজের শিক্ষক-কর্মকর্তা ও নিয়মিত মেধাবী শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে সম্পৃক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে রাজশাহীর শিক্ষকরা। মঙ্গলবার রাজশাহীর সরকারি সকল কলেজ, মাদ্রাসা এবং বিসিএস (শিক্ষা) ক্যাডারের আওতাভুক্ত অফিস-প্রতিষ্ঠানসমূহ দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি ও কালোব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। সকালে রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচির আওতায় সকল পরীক্ষা, ব্যবহারিক (প্র্যাক্টিক্যাল), ক্লাসসহ সকল প্রকার সেবা প্রদান থেকে শিক্ষক-কর্মকর্তারা বিরত রয়েছেন। রাজশাহী কলেজে অবস্থানরত শিক্ষক-কর্মকর্তারা জানান, শিক্ষকদের হেনস্তা দেশের জন্য খুবই ভয়াবহ। শিক্ষকদের হেনস্তা করে তাদের অবমূল্যায়ন করা হচ্ছে। শিক্ষকদের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা করা ছাড়া দেশ বা জাতি কখনোই উন্নয়ন করতে পারে না। তারা বলেন, বিভিন্নভাবে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থিতিশীল করতে একটি মহল চেষ্টা করছে।...