কাঙ্ক্ষিত 'শাপলা' প্রতীক বরাদ্দ না পেলে নির্বাচন কমিশন (ইসি) থেকে নিজেদের নিবন্ধন প্রত্যাহার করে নেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ইসি সচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় সারোয়ার তুষার এই মন্তব্য করেন। তিনি ইসি সচিবের আচরণকে 'স্বৈরাচারী' আখ্যা দিয়ে বলেন, "শাপলা প্রতীক অবশ্যই কমিশনকে দিতে হবে। এই প্রতীক নিয়ে নির্বাচনে কোনো জটিলতা তৈরি হলে তার দায়ভার সম্পূর্ণভাবে কমিশনকেই বহন করতে হবে।" তিনি আরও দাবি করেন, ইসির এই সিদ্ধান্তের কোনো আইনি ভিত্তি নেই এবং কমিশন ইচ্ছা করলেই 'শাপলা' প্রতীকটি তালিকাভুক্ত করতে পারে। অন্যদিকে, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আশাবাদ ব্যক্ত করে লিখেছেন, "এনসিপি শাপলা পাবে।" এর আগে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে জানিয়েছিলেন, বর্তমান নির্বাচনী বিধিমালায় 'শাপলা'...