আপনি কি জানেন, মানুষের শরীরের সব অংশ ঘামে ভিজলেও একমাত্র অঙ্গ ঠোঁট কখনো ঘামে ভিজে না? সম্প্রতি প্রকাশিত এক সাধারণ জ্ঞানের প্রশ্নে দেখা গেছে, ৮৮ শতাংশ মানুষ এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি। বিশেষজ্ঞরা বলছেন, ঠোঁটের এই বৈশিষ্ট্যের কারণ হল এখানে ঘাম গ্রন্থি নেই। তাই গরমকালে শরীরের প্রায় সব অংশ—উরু, পেট, হাত, পা, গলা, বগল—ঘামে ভিজলেও ঠোঁট শুকনো থাকে। তবে শীতকালে বা শুষ্ক আবহাওয়ায় ঠোঁট ফাটতে পারে। সেই সময় লিপবাম, পেট্রোলিয়াম জেল বা ভেসলিন ব্যবহার করে ঠোঁটের আদ্রতা বজায় রাখা প্রয়োজন। গবেষকরা এবং সাধারণ...