গাজায় যুদ্ধবিরতি ও শান্তি পরিকল্পনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের প্রশংসা করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি গাজা পরিকল্পনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পোস্টে বাইডেন লিখেছেন, ‘আমি গভীরভাবে কৃতজ্ঞ এবং স্বস্তিবোধ করছি যে এই দিনটি অবশেষে এসেছে— বেঁচে থাকা সর্বশেষ ২০ জিম্মির জন্য, যারা নারকীয় যন্ত্রণার মধ্য দিয়ে গেছেন। অবশেষে তারা তাদের পরিবার ও প্রিয়জনদের সঙ্গে পুনর্মিলিত হয়েছেন। সেই সাথে গাজার অসংখ্য বেসামরিকের জন্যও বাইডেন কৃতজ্ঞতা ও স্বস্তি জানিয়েছেন যারা নজিরবিহীন ক্ষতির শিকার হয়েছেন এবং নিজেদের জীবন পুনর্গঠনের সুযোগ পাচ্ছেন। বাইডেন বলেন, এই চুক্তির পথে যাত্রা সহজ ছিল না। আমার প্রশাসন নিরলসভাবে কাজ করেছে জিম্মিদের ঘরে ফেরাতে, ফিলিস্তিনিদের কাছে সহায়তা পৌঁছাতে এবং যুদ্ধের অবসান ঘটাতে। আমি প্রেসিডেন্ট ট্রাম্প ও...