মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে, পরে আরও সাতটি ইউনিট যোগ দেয়। বিকেল সোয়া ৫টা পর্যন্ত ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সরেজমিনে দেখা যায়, ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কাজ করছেন। সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা উৎসুক জনতা নিয়ন্ত্রণে কাজ করছেন। পাশে থাকা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরাও উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ পোশাক কারখানার ভেতরে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের রাসায়নিক গোডাউনে। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম বলেন, ‘কেমিক্যালের উপস্থিতির কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে...