জাপানের বিপক্ষে মাঠে নামার আগেই আনচেলত্তি জানিয়েছিলেন, এই ম্যাচে বেশ কয়েকজন ফুটবলারের পরীক্ষা নেবেন তিনি। আর এই সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে জাপান। দুর্দান্ত প্রত্যাবর্তনে সেলেসাওদের বিপক্ষে নিজেদের প্রথম জয়টি তুলে নিয়েছে এশিয়ার দেশটি। মঙ্গলবার (১৪ অক্টোবর) ঘরের মাঠে ব্রাজিলকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে জাপান। এর আগে সেলেসাওদের বিপক্ষে ৯ ম্যাচে মাঠে নামলেও জয় শূন্য ছিল জাপান। তবে দশম দেখায় ইতিহাসিক সেই জয়ের দেখা পেল তারা। প্রথমার্ধে ব্রাজিলকে এগিয়ে নিয়েছিলেন পাউলো হেনরিক ও গাব্রিয়েল মার্টিনেলি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই জাপানকে সমতায় ফেরান তাকুমি মিনামিনো ও কেইটো নাকামুরা। আর জাপানের হয়ে তৃতীয় গোলটি করেন আইসে উয়েদা। এদিন ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকে ব্রাজিল। টানা আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে চাপের উপর রাখে সেলেসাওরা। তবে গোলের দেখা পাচ্ছিল না তারা। কিন্তু ২৬তম মিনিটে দলকে...