ক্যানসার রোগীকে সুস্থ করে তুলতে রেডিওথেরাপির ভুমিকা অনস্বীকার্য্।বতমানে যা আরও উন্নতমানের হয়েছে। মারণ রোগকে বধ করছে আরও দ্রুত। আশার কথা শোনালেন ভারতের অস্কোলজিস্ট ডা. কাকলি চৌধুরি। ক্যানসারের মতো মারণ রোগকে বাগে আনতে হাতিয়ার রেডিওথেরাপি।এই নির্দিস্ট চিকিৎসা আসলে ঠিক কীভাবে কাজ করে তা নিয়েই কথা বলা যাক। তা হরল বুঝতে সুবিধা হবে ক্যানসার নির্মূলে এর ভুমিকা। রেডিয়েশন (বিকিরণ রশ্মি,এক্স-রে )-এর সাহায্যে যখন ক্যানসার রোগের চিকিৎসা করা হয়, তাকে রেডিওথেরাপি বলা হয়। এক্স-রে তথা রঞ্জন রশ্মির আবিস্কার হয় ১৮৯৫ সালে।তবে ক্যানসার নির্মূলে এই রশ্মির ব্যবহার শুরু হয়১৮৯৬ সালে। পরবর্তীকালে তেজসি্ত্রুয় পদার্থে আবিস্কার এবং উন্নত যন্ত্রের উদ্ভাবন হওয়ায় ক্যানসার চিকিৎসার এক নবদিগন্ত উন্নোচিত হয়। আজ থেকে প্রায় দেড়শো বছর আগে যে চিকিৎসা পদ্ধতির সূচনা হয়েছিল আজ তা বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে অত্যাধুনিক ক্যানসার...